ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলার সময় বাড়লো চারদিন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
বাণিজ্যমেলার সময় বাড়লো চারদিন  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বাড়ানো হয়েছে চারদিন। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের বৈঠকে মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।  

বাণিজ্যমেলার সদস্য সচিব রেজাউল করিম বাংলানিউজকে বলেন, মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে।


 
গত ১ জানুয়ারি থেকে শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৭ (ডিআইটিএফ)। তবে, সময় বাড়ানোর কারণে ৩১ জানুয়ারি (মঙ্গলবার) পরিবর্তে মেলা শেষ হবে শনিবার (০৪ ফেব্রুয়ারি)। এই চারদিন আগের নিয়মেই চলবে মেলা।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমআইএস/পিসি
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।