ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বাণিজ্যমেলা

শীতের প্রভাব বাণিজ্যমেলায় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
শীতের প্রভাব বাণিজ্যমেলায়  শীতের কারণে বিক্রয় প্রতিনিধিরা প্যাভিলিয়নের বাইরে রোদে তাপ নিচ্ছেন-ছবি-মুজিবুর রহমান

ঢাকা: সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। রাজধানীতেও শৈত্যপ্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। সূর্যের দেখা পেলেও উত্তরের ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়েছে নগরবাসী। শীতের তীব্রতার এই প্রভাব পড়েছে বাণিজ্যমেলাতেও। শীতে মেলায় মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

সোমবার (৮ জানুয়ারি) সকালে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, শীতের প্রভাবে দর্শনার্থী একেবারেই কম। বেলা ১টায়ও আড়মোড়া ভাঙেনি বাণিজ্যমেলার।

 

ক্রেতা-দর্শনার্থীদের ভাটায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদেরও স্টল বা প্যাভিলিয়ন ছেড়ে রোদে তাপ নিতে দেখা গেছে।  

বিক্রয় প্রতিনিধিরা জানান, উদ্বোধনের পর থেকেই এবার মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জমজমাট আগমন। তবে শীতের তীব্রতা বাড়ায় এখন মানুষ কম এসেছে। বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। সকালে দর্শনার্থী নেই বললেই চলে।  

শীতের কারণে বিক্রয় প্রতিনিধিরা প্যাভিলিয়নের বাইরে রোদে তাপ নিচ্ছেন-ছবি-মুজিবুর রহমানশীতের সকালে যেসব দর্শনার্থী মেলায় এসেছেন তারাও শীতে জবুথবু হয়ে রোদ খুঁজে সেখানে বসছেন। বিক্রয় প্রতিনিধিরা মেলায় আগত গুটিকয়েক দর্শনার্থীদের স্টলে নিতে হাঁকডাক করে যাচ্ছেন।  

বাইরে কনকনে বাতাসের কারণে কেউ কেউ প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ঢুকে বের হতে চাচ্ছেন না। এর মধ্যে  ঘুরে ঘুরে নিজেদের পছন্দের পণ্য এবং বিভিন্ন অফার যাচাই করছেন।

ডেল্টা প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি অনিক বাংলানিউজকে বলেন, মেলায় লোকজন কম। শীতের তীব্রতায় হাত-পা জমে আসছে। ক্রেতা না থাকায় বাইরে রোদ পোহাচ্ছি একটু। দুপুরের পর আশা করি, দর্শনার্থী আসবে।  

মিরপুর ১৪ নম্বর থেকে আসা দর্শনার্থী তহমিনা কবির বাংলানিউজকে বলেন, সকাল সকাল আসলাম জ্যামের ভয়ে। এসে দেখি, দোকানই খুলেনি। খোলা জায়গা হওয়ায় মেলায় বেশি শীত। এ কারণে দোকান খুলতেও দেরি হচ্ছে। মানুষও কম।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।