ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

পযর্টন শিল্পকে বিশ্ব মানচিত্রে পরিচিত করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
পযর্টন শিল্পকে বিশ্ব মানচিত্রে পরিচিত করা হবে ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমাদের পযর্টন শিল্পকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়ে দেওয়া হবে। তবে এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে।



শনিবার বিশ্ব পযর্টন দিবস উপলক্ষ্যে নগরীর মহাখালীর হোটেল অবকাশ-এ ‘সমাজভিত্তিক পযর্টন উন্নয়ন—বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যদি পযর্টন খাতে উন্নয়ন করতে পারে তবে আমরাও পারবো। আমি এই মন্ত্রণালয়ে স্বল্প সময় হলো দায়িত্ব নিয়েছি, এই শিল্পকে এগিয়ে নিতে কাজ করবো। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পযর্টন শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

‘সমাজভিত্ত্বিক পযর্টন উন্নয়ন ধারণাটি নতুন কিছু নয়। তবে এটিকে কাজে লাগানো হবে পযর্টনের উন্নয়নে। আমাদের দেশে অনেক পর্যটক আসেন, তারা আমাদের দেশের মানুষকে অনেক পছন্দ করেন। কারণ আমরা অতিথি পরায়ন।

জাতিসংঘের বিশ্ব পযর্টন সংস্থার উদ্যোগে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আড়ম্বরপূর্ণ পর্যটন দিবস পালিত হয়। এবারের বিশ্ব পযর্টন দিবসের মূল প্রতিপাদ্য- ‘স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে পর্যটন’।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ড. রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী।


বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।