ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

পর্যটক মুখর রাঙামাটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
পর্যটক মুখর রাঙামাটি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: শেষ হতে চলেছে শীতের মৌসুম। শীতের আমেজও শেষ।

ঠিক এসময় দুয়ারে কড়া নাড়ছে ফাগুন। আর এ সময়ে ভ্রমণপিপাসু মানুষ নগর যন্ত্রণা দূরে ফেলে ছুটে আসছে পাহাড়-হ্রদ ও ঝর্নার দেশ রাঙামাটিতে। রাঙামাটির শহর যেন এখন পর্যটকদের দখলে।

রাঙামাটির আসা পর্যটকরা ভিড় করছে পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতু, রাজবন বিহার ও সুবলং ঝর্নাসহ অন্যান্য পর্যটন স্পটে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝুলন্ত সেতুতে নেমেছে মানুষের উপচেপড়া ভিড়। এতো সংখ্যক পর্যটক একসাথে সেতুতেই উঠতে পারছে না। ঘাটে অপেক্ষারত বোটগুলো সুবলং ঝর্নার উদ্দেশে একটির পর একটি পর্যটক নিয়ে ছেড়ে যাচ্ছে।

রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বাংলানিউজকে জানান, আজকে (শুক্রবার) প্রচুর পর্যটক রাঙামাটিতে এসেছে। শুধুমাত্র ঝুলন্ত সেতুতেই ঢুকেছে প্রায় পাঁচ হাজার পর্যটক। এছাড়া রোববার বিশ্ব ভালবাসা দিবস। সেক্ষেত্রে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমাদের ৮৪ রুমের সবগুলোয় অগ্রিম বুকিং রয়েছে।

পাশাপাশি ভ্রমণকারীদের টেক্সটাইল পণ্য ক্রয়ের একটা ঝোঁক থাকে। টেক্সটাইল মার্কেটেও ক্রেতাদের দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।