ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ট্রাইব্যুনাল

‘ওসমান ফারুকের বিরুদ্ধে আইসিটির তদন্ত চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ৪, ২০১৬
 ‘ওসমান ফারুকের বিরুদ্ধে আইসিটির তদন্ত চলছে’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।

বুধবার (মে ০৪) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন আইসিটি’র তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জৈষ্ঠ্য সমন্বয়ক সানাউল হক।

ওসমান ফারুকের যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতার বিষয়ে আব্দুল হান্নান খান বলেন, অনেকের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া গেছে। ওসমান ফারুকের বিষয়েও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রাথমিক তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পরই চূড়ান্ত তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ০৪, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ