আগরতলা, (ত্রিপুরা): না ফেরার দেশে পাড়ি দিলেন ত্রিপুরা সরকারের বন এবং রাজস্ব দপ্তরের মন্ত্রী এন সি দেববর্মা।
রোববার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে আগরতলার জিবি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) হঠাৎ করে তিনি অসুস্থবোধ করলে তাকে সঙ্গে সঙ্গে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানান তার ব্রেন স্ট্রোক হয়েছে।
এদিন রাতেই তার মাথায় অপারেশন করা হয়। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখমন্ত্রী জিষ্ণু দেব বর্মণসহ অন্যান্যরা।
এন সি দেববর্মার মৃত্যুতে শোক জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা উল্লেখ করেছেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক শোক জানিয়েছেন।
এন সি দেববর্মা রাজনীতিতে আসার আগে ভারত সরকারের পরিচালিত প্রচার মাধ্যম প্রসার ভারতীতে চাকরি করতেন এবং অল ইন্ডিয়া রেডিও এর অধিকর্তা হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসসিএন/এএটি