ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জি-২০ সামিটে যোগ দিতে আগরতলায় পৌঁছলেন প্রতিনিধিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
জি-২০ সামিটে যোগ দিতে আগরতলায় পৌঁছলেন প্রতিনিধিরা

আগরতলা (ত্রিপুরা): সোমবার (৩ এপ্রিল) থেকে আগরতলায় শুরু হচ্ছে জি-২০ এর বিজ্ঞান সামিট। তাই রোববার (২ এপ্রিল) আগরতলা এসে পৌঁছেছেন খামিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা।

 

এদিন দুপুরে একটি বিশেষ বিমানে তাদের দিল্লি থেকে আগরতলায় নিয়ে আসা হয়। এরপর বিমানবন্দর থেকে লাক্সারি বাসে করে আগরতলার কুঞ্জবন এলাকার একটি বেসরকারি হোটেলে নেওয়া হয়। সেখানে তাদের ফুলের মালা দিয়ে ভারতীয় সংস্কৃতিতে বরণ করা হয়। তাদের বিনোদনের জন্য বিমানবন্দর থেকে হোটেলের মধ্যে রাস্তার বিভিন্ন জায়গায় স্থানীয় শিল্পীদের দিয়ে পরিবেশন করা হয় নৃত্য।  

এদিন বিকেলে প্রতিনিধিরা এলবার্ট এক্কা পার্ক এবং কুমারীটিলা মিউজিক্যাল ফাউন্টেনটি পরিদর্শন করবেন। সন্ধ্যায় রাজ্য সরকারি অতিথিশালায় প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসসিএন/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।