ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় ২ মানবপাচারকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, মে ৪, ২০২৪
আগরতলায় ২ মানবপাচারকারী গ্রেপ্তার

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত সিধাই এলাকা থেকে দুই কুখ্যাত আন্তর্জাতিক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ মে) রাতে সিধাই থানা এবং আগরতলা রেলস্টেশনের জিআরপি থানা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তারকৃতরা হলেন, সিধাই থানার রাঙামুড়া এলাকার বাপন ভৌমিক (২০) এবং হরিয়ানখলা এলাকার গৌতম সরকার (৩০)।

শনিবার (৫ মে) আগরতলা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি সিধাই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। তারা দীর্ঘদিন দুই দেশের নাগরিকদের অবৈধভাবে এপার-ওপার করছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।