ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মঙ্গলবার অনুষ্ঠিত হবে কমলা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
 ত্রিপুরায় মঙ্গলবার অনুষ্ঠিত হবে কমলা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরার গোমতী জেলায় মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে কমলা উৎসব। জেলার কিল্লা ব্লকের তৈবাকলাই এসবি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ বছরের উৎসব।

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলায় মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে কমলা উৎসব। জেলার কিল্লা ব্লকের তৈবাকলাই এসবি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ বছরের উৎসব।


এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের বন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেব বর্মা প্রমুখ।
উৎসবে কমলার স্টলসহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজের তথ্য সম্বলিত স্টল থাকবে। চাষিরা তাদের বাগানে উৎপাদিত কমলা প্রদর্শনীর পাশাপাশি বিক্রিও করবেন।
রাজ্যের কমলা চাষিদের উৎসাহিত করতে প্রতিবছর কমলা উৎসবের আয়োজন করে রাজ্য সরকার। উৎসবে ত্রিপুরা রাজ্যের জাতি ও উপজাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসসিএন/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।