ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় পালিত হচ্ছে শিশু দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ত্রিপুরায় পালিত হচ্ছে শিশু দিবস

ভারতব্যাপী সোমবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরু’র জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয়।

আগরতলা: ভারতব্যাপী সোমবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে শিশু দিবস। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরু’র জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয়।

সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও দিনটি পালন করা হচ্ছে।  

এদিন সকালে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের উদ্যোগে রাজধানী আগরতলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ৠালি করে রাজধানীর উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠান স্থলে আসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠের আগরতলা শাখা অধ্যক্ষ স্বামী হিতকামানন্দ মহারাজ, ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব মৃণাল কান্তি দেবনাথ, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির লাল দেব প্রমুখ।

অতিথিসহ উপস্থিত ছাত্রছাত্রীরা সাবেক প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহেরু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন।

শিশু দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন মহকুমায়ও দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।