ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

উপ-নির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রস্তুত কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
উপ-নির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রস্তুত কর্মীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যের বড়জলা ও খোয়াই বিধানসভা আসনে উপ-নির্বাচন শনিবার (১৯ নভেম্বর)। শুক্রবার (১৮ নভেম্বর) ভোট কর্মীরা নিজ নিজ...

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বড়জলা ও খোয়াই বিধানসভা আসনে উপ-নির্বাচন শনিবার (১৯ নভেম্বর)।    

শুক্রবার (১৮ নভেম্বর) ভোট কর্মীরা নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রের দিকে রওয়ানা দেন।

বড়জলা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রের কর্মীরা এদিন রাজধানীর উমাকান্ত স্কুলের স্টোর রুম থেকে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওয়ানা দেন। সেনা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কর্মীরা নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যান।
 
বড়জলা বিধানসভা আসনে মোট ৪৮টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে একটি করে টিম যাচ্ছে। একটি টিমে মোট পাঁচজন করে সদস্য রয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান রিটার্নিং অফিসার সুমিত রায় চৌধুরী।

শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব, তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।