ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নোট বাতিলের ধাক্কায় ভেঙে পড়েছে মাদকচক্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
নোট বাতিলের ধাক্কায় ভেঙে পড়েছে মাদকচক্র

৫শ ও এক হাজার রুপির নোট বাতিলের ধাক্কায় ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মাদকব্যবসা ভেঙে পড়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

কলকাতা: ৫শ ও এক হাজার রুপির নোট বাতিলের ধাক্কায় ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মাদকব্যবসা ভেঙে পড়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। নোট বাতিলের পর ভারতে মাদকচক্রের ব্যবসা প্রায় বন্ধ।

 

খুচরো অর্থের জোগান না থাকায় বন্ধ হয়ে গেছে বেচা-কেনা। জানা গেছে, মাদকব্যবসা চলে মূলত নগদে। সেখানে ধারে বিক্রি করা হয় না।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, মাদক ব্যবসার ৯৫ শতাংশ চলে নগদে। ফলে এই ব্যবসা প্রায় পুরোটাই লাটে উঠেছে। নোট বাতিল ঘোষণার পর ড্রাগ মাফিয়াদের মোবাইল সূত্রে কিছু তথ্য পেয়েছে পুলিশ।  

সাংকেতিক সেই বার্তা উদ্ধার করে গোয়েন্দারা অনুমান করছেন, কোনোভাবেই পুরনো নোটে মাদক বিক্রি করবেন না বলে ঠিক করেছেন মাফিয়ারা।  

আরও জানা গেছে, মাদকের বহু আন্তর্জাতিক অর্ডার বাতিল হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।