ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার উপ-নির্বাচনে দু’টিতে বামফ্রন্ট প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ত্রিপুরার উপ-নির্বাচনে দু’টিতে বামফ্রন্ট প্রার্থী জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরা রাজ্যের ৪ নম্বর বড়জলা ও ২৫ নম্বর খোয়াই বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে দু’টি আসনেই বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এম) প্রার্থীর জয় হয়েছে।

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ৪ নম্বর বড়জলা ও ২৫ নম্বর খোয়াই বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে দু’টি আসনেই বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এম) প্রার্থীর জয় হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজ্যের ৪ নম্বর বড়জলা ও ২৫ নম্বর খোয়াই বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
 
৪ নম্বর বড়জলা বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোট গণনা হয় রাজধানীর উমাকান্ত একাডেমির অস্থায়ী ভোট গণনা কেন্দ্রে।

গণনা শেষে রির্টার্নিং অফিসার সুমিত রায় চৌধুরী বিজয়ী প্রার্থী ঝুমু সরকারের হাতে ঘোষণাপত্র তুলে দেন।

৪ নম্বর বড়জলা বিধানসভা আসনের সিপিআই (এম) প্রার্থী ঝুমু সরকার পেয়েছেন ১৫ হাজার ৭শ’ ৬৯টি ভোট। বিজেপি প্রার্থী শিষ্ট মোহন দাস ১২ হাজার ৩শ’ ৯৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী প্রকাশ চন্দ্র দাস পেয়েছেন ৫ হাজার ৬শ’ ৯২টি ভোট।

ঘোষণাপত্র হাতে নিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় ঝুমু সরকার সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্ত মতে মানুষের জন্য কাজ করে যাবেন।

এ সময় দলের কর্মী সমর্থকরা ঝুমু সরকারকে জড়িয়ে ধরে বিজয় উল্লাসে মেতে উঠেন এবং মিষ্টি মুখ করান। পটকা (বাজি) ফাটিয়ে ও নিজেদের মধ্যে লাল আবির মেখে আনন্দে মেতে উঠেন তারা।

অপরদিকে, খোয়াই আসনে সিপিআই (এম) প্রার্থী বিশ্বজিৎ দত্ত ২৪ হাজার ৮শ’ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস ৮ হাজার ৭শ’ ১৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন। বিজেপি প্রার্থী তপন পাল দুই হাজার ৫শ’ ২৮ ভোট পেয়ে ৩য় স্থান পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসসিএন/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।