ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আগরতলায় দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়।

আগরতলা: দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়।

বুধবার (২৩ নভেম্বর) ত্রিপুরা সরকারের দক্ষতা বৃদ্ধি দফতর ও ভারত সরকারের দক্ষতা বৃদ্ধি ও বাণিজ্যিক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হয় কর্মশালাটি।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব এম নাগারাজু।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করে সচিব এম নাগারাজু বলেন, ত্রিপুরা সরকার রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করতে দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য বহির্রাজ্যের বিশেজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

রাজ্য ও বহির্রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসসিএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।