ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

তিনদফা দাবিতে আগরতলায় মিছিল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
তিনদফা দাবিতে আগরতলায় মিছিল অনুষ্ঠিত

বামফ্রন্ট সমর্থিত ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির ১১তম রাজ্য কনভেনশন উপলক্ষে শুক্রবার (০২ ডিসেম্বর) আগরতলায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

আগরতলা: বামফ্রন্ট সমর্থিত ত্রিপুরা উপজাতি কর্মচারী কমিটির ১১তম রাজ্য কনভেনশন উপলক্ষে শুক্রবার (০২ ডিসেম্বর) আগরতলায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

আগরতলা টাউনহলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের ৮ জেলা থেকেও সংগঠনের সদস্যরা অংশ নেন।  

মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়া, নয়া উদারনীতিবাদ প্রতিহত করা এবং ঐক্যবিরোধী শক্তি মোকাবেলায় মজবুত সংগঠন গড়ে তোলাকে সামনে রেখে মিছিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এসসিএন/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।