ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চালু হলো মোবাইল এটিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
আগরতলায় চালু হলো মোবাইল এটিএম ছবি: বাংলানিউজ

পুরাতন এক হাজার ও ৫শ রুপির নোট বাতিলের জেরে সারা ভারতজুড়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার বাইরে নয় ত্রিপুরা রাজ্যও। 

আগরতলা: পুরাতন এক হাজার ও ৫শ রুপির নোট বাতিলের জেরে সারা ভারতজুড়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার বাইরে নয় ত্রিপুরা রাজ্যও।  

সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে আগরতলায় প্রথমবারের মতো মোবাইল এটিএম পরিষেবা চালু করলো রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ইউবিআই)।



মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় মহাকরণের সামনে এই মোবাইল এটিএম পরিষেবার সূচনা করেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং। ফিতে কেটে ও এটিএম থেকে রুপি সংগ্রহ করে এই পরিষেবার সূচনা করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব এম নাগা রাজু, ইউবিআই’র আধিকারিকরা।
উদ্বোধনের পর মুখ্য সচিব ওয়াই পি সিং সংবাদ মাধ্যমকে বলেন, রাজ্যের অন্য ব্যাঙ্কও এই উদ্যোগ নিলে সাধারণ মানুষের সমস্যা কমে যাবে।

ইউবিআই’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই মোবাইল এটিএম থেকে ১শ ও ৫শ রুপির নোট সংগ্রহ করা যাবে। এ এটিএম মেশিনে এক সঙ্গে ১৫ লাখ রুপি থাকে। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পরিষেবা দেবে এটি।  

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬ 
এসসিএন/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।