ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ‘ঘুংগুর নাট্য উৎসব’ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
আগরতলায় ‘ঘুংগুর নাট্য উৎসব’ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চতুর্থতম ‘ঘুংগুর নাট্য উৎসব’ শুরু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সাভেরি ড্যান্স একাডেমির উদ্যোগে দুইদিনব্যাপী এ উৎসব শুরু হয়।

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চতুর্থতম ‘ঘুংগুর নাট্য উৎসব’ শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সাভেরি ড্যান্স একাডেমির উদ্যোগে দুইদিনব্যাপী এ উৎসব শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন- দিল্লি থেকে আসা বিশিষ্ট শিল্প সমালোচক শ্যামহরি চক্র, রাজ্যের বিশিষ্ট মঞ্চ শিল্পী রূপেন চক্রবর্তী, রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয় শঙ্কর ভট্টাচার্য। আয়োজকদের পক্ষ থেকে তাদের সংবর্ধনাও জানানো হয়।

এ নাট্য উৎসবে ঊড়িষি, ভারত নাট্যম, কুচিপুড়ি, মনিপুরী, ক্ষত্রিয় ইত্যাদি ধ্রুপদি নৃত্য পরিবেশন করছেন ত্রিপুরা রাজ্যের শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।