ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলার হাসপাতালে চালু হচ্ছে নগদবিহীন লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
 আগরতলার হাসপাতালে চালু হচ্ছে নগদবিহীন লেনদেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১৭ সালের জানুয়ারি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার তিনটি হাসপাতালে নগদবিহীন লেনদেন ব্যবস্থা চালু হবে।

আগরতলা: ২০১৭ সালের জানুয়ারি থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার তিনটি হাসপাতালে নগদবিহীন লেনদেন ব্যবস্থা চালু হবে।

হাসপাতালগুলো হলো- ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল (আইজিএম), আগরতলা মেডিকেল কলেজ ও গোবিন্দ ভল্লব পান্থ হাসপাতাল।

রাজ্য সরকার সূত্রে এ তথ্য জানা গেছে।

নগদবিহীন লেনদেনের জন্য এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করা হবে। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে নগদ লেনদেনের জন্যও কাউন্টার থাকবে।

এজন্য রাজ্য সরকার রাজ্যবাসীর মধ্যে ব্যাংকের মাধ্যমে এসব কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

এদিকে পুরাতন নোট বাতিলের জেরে রাজ্যের চা শ্রমিকদের মজুরি দিতেও সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে চা শ্রমিকদেরও ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬

এসসিএন/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।