ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২২ লাখ রুপির গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ত্রিপুরায় ২২ লাখ রুপির গাঁজা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিপাহীজলা জেলার মেলাঘর এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ৯২ কেজি গাঁজা জব্দ করেছে ত্রিপুরা পুলিশ।

আগরতলা: সিপাহীজলা জেলার মেলাঘর এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ৯২ কেজি গাঁজা জব্দ করেছে ত্রিপুরা পুলিশ।

 

রোববার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে গাঁজাগুলো জব্দ করা হয়।

 

সোনামুড়া মহকুমার এসডিপিও বাবুল দাস ও মেলাঘর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা পিবি -৩১এফ-৬৮৬৫ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করেন। পরে ট্রাকটি মেলাঘর থানায় নিয়ে আসা হয়।  

এছাড়া ট্রাক থেকে নগদ ৩৩ হাজার ৯০ রুপি উদ্ধার করা হয়। ট্রাকের চালক সুরেন্দর সিং ও সহকারীকে আটক করেছে পুলিশ।
   
জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ২২ লাখ রুপি বলে সংবাদমাধ্যমকে জানান সহকারী জেলা পুলিশ আধিকারিক (এএসপি) অমরজীৎ দেব্বর্মা।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এসসিএন/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।