ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ভূমিকম্প থেকে ত্রিপুরাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ভূমিকম্প থেকে ত্রিপুরাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপের দাবি

আগরতলা: ত্রিপুরা রাজ্যসহ গোটা উত্তরপূর্ব ভারতে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের ভূমিকম্প। অবিলম্বে ত্রিপুরা রাজ্যের অবকাঠামোগুলোকে ভূমিকম্প প্রতিরোধক করে গড়ে তোল‍ার আহ্বান জানিয়েছে রাজ্যের পাঁচটি সামাজিক সংগঠন।

সংগঠনগুলোর প্রতিনিধিরা রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরেন।

সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক সংগঠন অর্পণ, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ, মানব সেবা পরিষদ, কল ফর নিড ও আগরতলা সাইকেল ক্লাবের প্রতিনিধিরা ৭ দফা দাবি জানান।

অর্পণের সম্পাদক বিশ্বেন্দু ভট্টাচার্য্য দ্রুতই ত্রিপুরা রাজ্যের সব সরকারি অফিস, স্কুল, বাড়ি, সেতু, সড়কসহ অবকাঠামোগুলোকে ভূমিকম্প প্রতিরোধক করে গড়ে তোল‍ার কথা বলেন। রাজ্যের সাধারণ মানুষের আর্থিক অবস্থা নজরে রেখে স্থাপত্য নির্মাণে সরকারি সহায়তার দাবিও জানান তিনি।

সংগঠনগুলোর প্রতিনিধিরা ইতোমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসসিএন/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।