ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

নোট বাতিলের প্রতিবাদে আন্দোলনে সিপিআইএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নোট বাতিলের প্রতিবাদে আন্দোলনে সিপিআইএম সংবাদ সম্মেলনে বিজন ধর

আগরতলা: নোট বাতিলের প্রতিবাদে ভারতজুড়ে আন্দোলনে নামছে সিপিআই এম। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি একাধিক শহরে আন্দোলন চালাবে দলটি।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে দলের রাজ্য কমিটির অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মস‍ূচি ঘোষণা করেন সিপিআই এম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর।

বিজন ধর বলেন, পুরাতন ১ হাজার ও ৫শ’ রুপির নোট বাতিলের কারণে লাইনে দাঁড়িয়ে রুপি জমা বা তুলতে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন।

তাদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া যেসব কৃষি শ্রমিক ও দিনমজুর কাজ হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া, জোর করে নগদহীন অর্থনীতি জনগণের উপর চাপিয়ে দেওয়াসহ ১০ দফা দাবি তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিপিআইএম’র কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাসসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসসিএন/আরআর/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।