ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শিশু সুরক্ষা ও সমাজকল্যাণ দফতরের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ত্রিপুরায় শিশু সুরক্ষা ও সমাজকল্যাণ দফতরের কর্মশালা ত্রিপুরায় শিশু সুরক্ষা ও সমাজকল্যাণ দফতরের কর্মশালা/ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুরে শিশু সুরক্ষা ও সমাজকল্যাণ দফতরের কার্যাবলী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস ও প্রদীপ সরকার।

কর্মশালায় জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে দরিদ্র সীমার নিচে বসবাসরত ২০জন বিধবা নারীকে ২০হাজার রুপির চেক ও দুইশো ২৫জনকে বিভিন্ন প্রকল্পের অধীনে ভাতার আওতায় নিয়ে আসা হয়।

উপস্থিত অতিথিরা চেকসহ এই সামাজিক সুবিধার কাগজ সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭

এসসিএন/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।