ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

খোয়াই জেলায় ছাত্রাবাস উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
খোয়াই জেলায় ছাত্রাবাস উদ্বোধন খোয়াই জেলায় ছাত্রাবাস উদ্বোধন

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর এলাকার উত্তর মহারাণীপুর এডিসি ভিলেজে বলরাম কোবরা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজ্যের কৃষি ও আদিম জাতি কল্যাণ দফতরের মন্ত্রী অঘোর দেবর্বমা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।

এ সময় আরো ছিলেন রাজ্যের সমবায় দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, খোয়াই জিলা পরিষদের সভাপতি সাইনি সরকার প্রমুখ।

৫০ শয্যা বিশিষ্ট এই ছাত্রাবাসটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৭৩ লাখ রূপী। উপজাতি কল্যাণ দফতরের অর্থায়নে এটি নির্মাণ হয়েছে। এতে দীর্ঘ দিনের দাবি পূরণে খুশি এডিসি ভিলেজ এলাকার মানুষ।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।