ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় বইমেলা শুরু ১১ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
আগরতলায় বইমেলা শুরু ১১ ফেব্রুয়ারি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বইমেলা শুরু বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়/ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা-২০১৭। যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বইমেলা সংক্রান্ত বিষয়ে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। যাতে সভাপতিত্ব করেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা।

মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌরসভার মেয়র ড. প্রফুল্লজীত সিনহা, মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী, শিক্ষাবিদ ব্রজগোপাল রায়সহ সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

বৈঠক শেষে মন্ত্রী ভানু লাল সাহা সংবাদমাধ্যমকে জানান, এ বছর বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবুল মেমনসহ অনেকে।

মন্ত্রী ভানু লাল সাহা জানান, বইমেলায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে বাংলাদেশের বিশিষ্ট কবিরা উপস্থিত থাকবেন।

এবার বইমেলায় আগরতলা, কলকাতা, বাংলাদেশসহ দেশের অন্যান্য জায়গার মোট একশ ৩১টি স্টল থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এসসিএন/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।