ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস একদিনের জন্য এ হরতালের ডাক দেয়।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের সব ব্যাংক শাখায় চলছে এ হরতাল।
এদিন সকাল থেকে বন্ধ রয়েছে আগরতলাসহ রাজ্যের সবকটি এলাকার ব্যাংক শাখা। হরতালের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাংকের ই-কর্নারসহ এটিএম বুথগুলোও। তাই ত্রিপুরার সাধারণ মানুষ ব্যাংকের সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন।
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের সদস্যরা আগরতলার বিভিন্ন ব্যাংক শাখার সামনে দাঁড়িয়ে তাদের দাবির সমর্থনে প্রচারণা চালাচ্ছেন।
এদিনের হরতাল সফল করার জন্য ফোরামের পক্ষে সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস