বুধবার (১ মার্চ) সফরের দ্বিতীয় দিনে গোমতী জেলা বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও আগরতলার আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করেন ইয়েসু নায়েক।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে, পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে হাসপাতালের ডাক্তারসহ অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলেন তিনি।
সব শেষে বুধবার (১ মার্চ) সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের অফিসে এক সংবাদ সম্মেলনে জানান ত্রিপুরা সরকার চাইলে রাজ্যের আটটি জেলাতে একটি করে আয়ুষ হাসপাতাল স্থাপন করতে প্রস্তুত ভারত সরকারের আয়ুষ দফতর বলে জানান মন্ত্রী শ্রীপদ ইয়েসু নায়েক।
তিনি আরও জানান এজন্য ভারত সরকার খরচ করবে ৯০ শতাংশ, রাজ্য সরকারকে খরচ করতে হবে মাত্র ১০ শতাংশ।
তবে ত্রিপুরা সরকার ভারত সরকারের কাছে এ বিষয়ে কোনো আগ্রহ প্রকাশক করেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সেই সঙ্গে তিনি আভিযোগ করেন ভারত সরকারের পাঠানো অনুদান ত্রিপুরা সরকার খরচ করতে পারে না।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসসিএন/এমজেএফ