ঘটনার পর দিন মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলের শুরুতে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী ওই ঘটনার জন্য বিজেপি’কে দায়ী করে তীব্র নিন্দা জানান।
এরপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সংঘর্ষে যুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতারের দাবিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি কর্মীরাও বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে।
এদিন বিকেলে বিজেপি’র কর্মীরা মিছিল নিয়ে বের হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে ত্রিপুরা পুলিশের অফিসের সামনে আসে। সেখান থেকে বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবসহ এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশক কে নাগরাজের সঙ্গে দেখা করে দোষিদের গ্রেফতারের দাবি জানান। কে নাগরাজ যথাযথ পদক্ষেপ নেবেন বলে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান বিপ্লব দেব।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
জেডএম/