ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় তৃণমূল ও বিজেপি’র পৃথক মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আগরতলায় তৃণমূল ও বিজেপি’র পৃথক মিছিল আগরতলায় তৃণমূল কংগ্রেসের মিছিল। ছবি: সুদীপ

আগরতলা: রাজধানী আগরতলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

ঘটনার পর দিন মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলের শুরুতে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী ওই ঘটনার জন্য বিজেপি’কে দায়ী করে তীব্র নিন্দা জানান।

এরপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সংঘর্ষে যুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতারের দাবিতে ত্রিপুরা প্রদেশ বিজেপি কর্মীরাও বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে।

এদিন বিকেলে বিজেপি’র কর্মীরা মিছিল নিয়ে বের হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে ত্রিপুরা পুলিশের অফিসের সামনে আসে। সেখান থেকে বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবসহ এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশক কে নাগরাজের সঙ্গে দেখা করে দোষিদের গ্রেফতারের দাবি জানান। কে নাগরাজ যথাযথ পদক্ষেপ নেবেন বলে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান বিপ্লব দেব।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।