ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলো বিজেপি মহিলা মোর্চা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলো বিজেপি মহিলা মোর্চা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলো বিজেপি মহিলা মোর্চা

আগরতলা: বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘ ও শাসক সিপিআই (এম) সমর্থীত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের সংঘর্ষের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মহিলা মোর্চার প্রতিনিধিরা।

মূল কর্মসূচিটি হয় আগরতলায়।

এদিন সন্ধ্যায় রাজধানীর বড়দোয়ালি এলাকা থেকে মিছালটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে এসে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করেন।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজ্যের উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘ ও শাসক সিপিআই (এম) সমর্থীত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতীয় মজদুর সংঘের ১৩ সদস্যের পাশাপাশি ত্রিপুরা প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চার সহসভানেত্রী বর্ণালী গোস্বামী গুরুতর জখম হন।

তিনি অভিযোগ করেন তার ওপর শারীরিক নির্যাতন চালায় পুরুষ পুলিশ সদস্যরা। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।