ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিজেপি মহিলা মোর্চার সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আগরতলায় বিজেপি মহিলা মোর্চার সম্মেলন আগরতলায় বিজেপি মহিলা মোর্চার সম্মেলন, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলগুলির তৎপরতা চলছে জোর কদমে।

এরই প্রেক্ষিতে রোববার (১২ নভেম্বর) রাজ্যের রাজধানী আগরতলার কৃষ্ণানগর এলাকার প্রগতি স্কুলে বিজেপি মহিলা মোর্চার রামনগর মণ্ডল কমিটির উদ্যোগে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বিজেপি সাংসদ সুরজ, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্তসহ মহিলা মোর্চার মণ্ডল কমিটির নেতাকর্মীরা।

সম্মেলনে বক্তারা বলেন, 'এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে রামনগর আসনে বিজেপি প্রার্থী জয়ী হবেন ও এজয়ের জন্য মহিলা মোর্চার বড় অবদান থাকবে। এজন্য মহিলা মোর্চার সব সদস্যদের সর্বশক্তি দিয়ে এখনি কাজ করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।