ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

ইন্দিরা গান্ধীর জন্মদিনে আগরতলায় ১০০ পাউন্ডের কেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ইন্দিরা গান্ধীর জন্মদিনে আগরতলায় ১০০ পাউন্ডের কেক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতারা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগামী রোববার (১৯ নভেম্বর) ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০০তম জন্মদিন। এ উপলক্ষে ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার খয়েরপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।  

এতে প্রদেশ কংগ্রেস কমাটির সম্পাদক বাপ্টু চক্রবর্তী বলেন, ইন্দিরা গান্ধীর ১০০তম জন্মদিন উপলক্ষে ওইদিন ১০০ পাউন্ডের একটি কেক কাটা হবে।

 

‘এর আগে ১৯ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খয়েরপুরের কংগ্রেস দলীয় কার্যালয়ের পাশে কেকটি প্রদর্শন করা হবে। যা রাত ৮টায় তা কেটে জন্মদিন পালন করা হবে। ’
 
পরে কেকটি আড়াই হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে করা হবে বলে জানান তিনি।  

সংবাদ সম্মেলনে বাপ্টু চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস দলের সাবেক বিধায়ক তাপস দেবসহ অন্যান্য নেতারা।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।