ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় নবনির্মিত পাইকারি মাছ বাজার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আগরতলায় নবনির্মিত পাইকারি মাছ বাজার উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলার মহারাজগঞ্জের নবনির্মিত পাইকারি মাছ বাজারের উদ্বোধন হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে এ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও সমবায় দফতরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লীৎ সিনহা, বিধায়ক রামু দাস এবং সুধন দাস, মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি শঙ্কর দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।