ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা টিবিএসই’র বিজ্ঞান শাখার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
ত্রিপুরা টিবিএসই’র বিজ্ঞান শাখার ফল প্রকাশ সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের আংশিক ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব।

মিহির দেব জানান, এ বছর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে পাস করেছে ২ হাজার ৮০৩ জন।

আগামী সপ্তাহের মধ্যে এ বছরের উচ্চমাধ্যমিকের কলা ও বাণিজ্য শাখা এবং মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গত বছর থেকে টিবিএসই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ব্যবস্থা তুলে দিয়ে গ্রেড ব্যবস্থা চালু করায়, এ বছরও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফল ঘোষণা করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।