ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় টিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাস ২১৪০৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১৮
ত্রিপুরায় টিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাস ২১৪০৮ সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) আগরতলার গোর্খাবস্তি এলাকার পর্ষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করেন সভাপতি অধ্যাপক মিহির দেব।

এবার মোট ৯৮৪টি স্কুল থেকে মোট ৩৫৯২৬জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়।

পাস করেছে ২১৪০৮জন। এবার পাসের হার ৫৯দশমিক ৫৯শতাংশ। গতবছর পাসের হার ছিলো ৬৭ শতাংশ ৩৪ শতাংশ। গতবছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ শতাংশ।

গ্রেড অনুসারে 'এএ’ পেয়েছে ১৮২জন। এ+ পেয়েছে ৬৯৭জন। এ পেয়েছে ৩৫৪২জন। বি+ পেয়েছে ৩৯১৬জন, বি- পেয়েছে ১০৮২২জন এবং সি – পেয়েছে ২২৪৯জন। পাশাপাশি এদিন টিপিএসই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার ২০১৮ সালেরও ফল প্রকাশ করেছে। এবছর মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন মোট ৪২জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬জন। পাসের হার ৬১দশমিক ৯০শতাংশ।

এদিন সংবাদ সম্মেলনে পর্ষদ সভাপতি ছাড়াও সচিব ড. স্বপন কুমার পোদ্দারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।