ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নারীদের সচেতন করতে উদ্যোগ নেবো: বর্ণালী

সুদীপ চন্দ্র নাথ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
নারীদের সচেতন করতে উদ্যোগ নেবো: বর্ণালী বর্ণালী গোস্বামী। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্য নারী কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন বর্ণালী গোস্বামী। গত ৯ জুলাই তিনি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ জুলাই) ত্রিপুরা রাজ্য নারী কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি রাজধানীর মেলারমাঠ এলাকার অফিসে বাংলানিউজের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নারীদের কল্যাণে তার নানা পরিকল্পনার কথা জানান।

বাংলানিউজের পক্ষ থেকে তার জানতে চাওয়া হয় সাবেক সরকারের সময়ের চেয়ে নতুন সরকারের সময় নারী সংক্রান্ত অপরাধ রাজ্যে বেড়েছে, না কমেছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাত্র কয়েকদিন হয়েছে তিনি এসেছেন, তাই এ মুহূর্তে তুলনামূলকভাবে বিশ্লেষণাত্মক তথ্য এখনো তার হাতে আসেনি। তবে নতুন সরকার যেভাবে কঠোর হাতে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে, এতে নিশ্চিতভাবে বলা যায় আগের তুলনায় বর্তমানে রাজ্যে সব ধরনের অপরাধের মাত্রা কমেছে। আগামী দিনে এ মাত্রা আরও কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বর্ণালী বলেন, নারী কমিশনের চেয়ারপারসন হিসেবে নতুন করে যোগদান করলেও দীর্ঘবছর ধরে তিনি নারীদের কল্যাণে কাজ করে আসছেন।

তিনি আরও বলেন, আগে নারী সংক্রান্ত অপরাধ হলে তার কোনো নিষ্পত্তি হতো না। তবে এখন নারী সংক্রান্ত দু’একটি অপরাধের ঘটনা ঘটলে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য তিনিসহ গোটা নারী কমিশন কাজ করবে।

অপরাধ সংঘটিত হওয়ার চেয়ে কি কি করলে অপরাধ সংঘটিত হবে না, বা অপরাধ এড়ানো যাবে, এ বিষয়টির উপর তিনি বেশি গুরুত্ব দেবেন বলে জানান।

অপরাধ যাতে সংঘটিত না হয়, আর যদিও বা হয়, তবে কি করা উচিত এ বিষয়ে নারীদের সচেতন করতে তিনি রাজ্যের নানা জায়গায় আইনি সচেতনতা শিবির করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।