ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বন্যা আক্রান্ত কেরালাকে আর্থিক সহায়তা দিচ্ছে ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
বন্যা আক্রান্ত কেরালাকে আর্থিক সহায়তা দিচ্ছে ত্রিপুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা সরকার কেরালা রাজ্যে বন্যার ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে কথা বলে কেরালা রাজ্যকে এক কোটি রুপি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২০ আগস্ট) সন্ধ্যায় ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরে রতন লাল নাথ সংবাদ মাধ্যমকে একথা জানান।

এদিন মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, বিশেষ ক্যাবিনেট প্রয়াত ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন ও তার আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এসসিএন/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।