ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আহতদের দেখতে হাসপাতালে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
আহতদের দেখতে হাসপাতালে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে ত্রিপুরা সাবেক মুখ্যমন্ত্রী, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আহত দলীয় সদস্যদের দেখতে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে ওই বামফ্রন্ট সমর্থিত সি পি আই (এম) দলের পলিটব্যুরো সদস্য হাসপাতালে গিয়ে আহত দু’জনকে দেখতে আসেন। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের পারিবারের সদস্যদের কথা বলেন।

এর আগে চলতি বছরের ২৬ ডিসেম্বর ধলাই জেলার কমলপুর এলাকায় শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা দলের সমর্থকদের ওপর আক্রমণ চালায়। এতে ১০ থেকে ১২ দলীয় সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে বলাই জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে দু’জন নারী গুরুতর হওয়ায় তাদের আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ মাধ্যমের অভিযোগ করে মানিক সরকার বলেন, এ ঘটনার প্রতিবাদ করার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। এ ঘটনায় শাসক দলের দূর্বলতা প্রকাশিত হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।