ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আবারো ত্রিপুরায় যাচ্ছেন মোদী-অমিত শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
আবারো ত্রিপুরায় যাচ্ছেন মোদী-অমিত শাহ নরেন্দ্র মোদী ও অমিত শাহ। ছবি: সংগৃহীত

আগরতলা (ত্রিপুরা): ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারণায় আবারও ত্রিপুরা রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ। 

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বিজেপি ত্রিপুরার সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য বিয়ষটি নিশ্চিত করেন।  

তিনি বলেন, রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারণায় আগামী ৬ এপ্রিল ত্রিপুরা সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

রাজীব জানান, বিশেষ প্লেনে আগরতলা এয়ারপোর্টে নামবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে গোমতী জেলার জেলা সদর উদয়পুরে যাবেন। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তিনি।  

এদিকে প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের আগে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহও রাজ্যে আসতে পারেন বলে জানিয়েছেন রাজীব ভট্টাচার্য্য।  

তার ভাষ্য, মোদী ও অমিত শাহের ত্রিপুরা সফরকে ঘিরে এখন রাজ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।  

এর আগে গত ৯ ফেব্রুয়ারি একদিনের সফরে আগরতলা যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।