ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা কর্মসূচি

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে জানাতে সচেতনতা কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল সোসাইটি।

শুক্রবার (১৫ নভেম্বর) রাধানগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এদিন সংস্থার সদস্যরা মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সংস্থার সভাপতি শুভ্রাংশু পাল বলেন, বেশিরভাগ সময় দেখা যায় সামান্য ত্রুটির জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কিছু সাধারণ নিয়ম মেনে চললেই বড় অংশের দুর্ঘটনা কমানো সম্ভব। তাই আমাদের চেষ্টা থাকবে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তোলা।

এদিন ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটকে স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।