ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১১ দফা দাবিতে ত্রিপুরায় হরতালের ডাক ব্যাংক কর্মী সংগঠনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
১১ দফা দাবিতে ত্রিপুরায় হরতালের ডাক ব্যাংক কর্মী সংগঠনের

আগরতলা (ত্রিপুরা): ১১ দফা দাবিতে ত্রিপুরায় দু’দিনের হরতালের ডাক দিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন ব্যাংক কর্মী সংগঠন।

শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হয়ে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সারা ভারতব্যাপী চলবে এ হরতাল।  

এদিন সকালে রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকার ব্যাংক শাখাগুলোর সামনে হরতালের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।

 

সংগঠনগুলোর সদস্যদের তরফে জানানো হয়, তাদের এ দাবিগুলো ন্যায্য। ভারত সরকার যদি তাদের এ দাবি মেনে না নেয়, তবে তারা আগামী দিনের আন্দোলন কর্মসূচি দেবেন।

দাবিগুলো হলো- একাদশ বেতন চুক্তি দ্রুত পূরণ করা, সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং পরিষেবা, স্পেশাল অ্যালাউন্সকে বেসিকের সঙ্গে সংযুক্তিকরণ, এনপিএস বাতিল করা, পেনশন ও ফ্যামিলি পেনশনকে সংশোধন করা, চুক্তিবদ্ধদের সমকাজে সমবেতনসহ ১১ দফা।
 
তবে এ দু’দিনের হরতালের বাইরে রয়েছে বেসরকারি ব্যাংকগুলো। এদিকে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর হরতালের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকায় ব্যবসায়ীরাও লেনদেন করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।