ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

আগরতলা(ত্রিপুরা): কোনো আগাম নোটিশ ছাড়াই বুধবার(১২ ফেব্রুয়ারি) ভারত সরকারের রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু সর্বোচ্চ ১৫০ রুপি পর্যন্ত বাড়ানোর প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মহিলা কংগ্রেস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কর্মসূচি পালনের অংশ হিসেবে বিকেলে আগরতলায় বিক্ষোভ করেছে ত্রিপুরা রাজ্যের মহিলা কংগ্রেসের সদর জেলা কমিটি। পোস্ট অফিস চৌমুহনীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কংগ্রেসের সহসভানেত্রী নিবেদিতা রায়, সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবযানী লস্কর, মহিলা নেত্রী অর্চনা কর, রেখা চক্রবর্তীসহ অন্য নেতারা।

সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবযানী লস্কর সংবাদমাধ্যমকে জানান, যদি ভারত সরকার রান্নার গ্যাসের বাড়ানো দাম প্রত্যাহার না করে, তবে মহিলা কংগ্রেস দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে যাবে।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।