ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদকসহ দুই পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ত্রিপুরায় মাদকসহ দুই পাচারকারী আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ৫২ গ্রাম ব্রাউন সুগারসহ দুই পাচারকারীকে আটক করেছে ধর্মনগর থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দুর্গাপুর এলাকা সংলগ্ন রেলগেটের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটক দুই পাচারকারী হলেন- নূর আহমেদ ও আব্দুল হামিদ।

তাদের বাড়ি আসামের পাথারকান্দি এলাকায়।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার ধর্মনগর থানা পুলিশ দুর্গাপুর এলাকা সংলগ্ন রেলগেটের পাশে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে করে দুই মাদক পাচারকারী রেলগেট এলাকায় এলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫২ গ্রাম ব্রাউন সুগার জব্দ যায়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ রুপি।  

তিনি আরও জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।