ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আগরতলা

ভারতের প্রথম বাঁশ ভান্ডারের শিলান্যাস হবে সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, অক্টোবর ৩০, ২০২০
ভারতের প্রথম বাঁশ ভান্ডারের শিলান্যাস হবে সোমবার ...

আগরতলা (ত্রিপুরা):  ভারতের প্রথম বাঁশ ভান্ডারের আনুষ্ঠানিক শিলান্যাস হবে সোমবার (২ নভেম্বর)।  

খোয়াই জেলার চাকমাঘাট এলাকায় ৮ নম্বর জাতীয় সড়ক এবং খোয়াই নদীর পাশেই তৈরি হবে এটি।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, স্থানীয় বিধায়ক ড. অতুল দেববর্মা প্রমুখ।

ত্রিপুরা বেম্বো মিশন বাঁশ ভান্ডারের স্থাপন করছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ত্রিপুরা বেম্বো মিশনের অধিকর্তা ড. প্রশান্ত কুমার গোয়েল।  

মূলত ত্রিপুরা রাজ্যের বাঁশ, চাষি, ব্যবসায়ী এবং বাঁশ ভিত্তিক যেসব শিল্প রয়েছে এই শিল্পের মালিকদের সুবিধার কথা চিন্তা করে এই ভান্ডার নির্মাণ করা হচ্ছে। এর জন্য খরচ হবে ৫০ লাখ রুপি। এখানে বাঁশ মজুদ করার জন্য যেমন গুদাম থাকবে, ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছদ্যে যেন বাঁশ কেনাকাটা ও বিক্রি করতে পারেন তার জন্য শেড তৈরি করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।