ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১০ দফা দাবিতে আগরতলায় বাম যুব সংগঠনের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
১০ দফা দাবিতে আগরতলায় বাম যুব সংগঠনের মিছিল ১০ দফা দাবিতে আগরতলায় বাম যুব সংগঠনের মিছিল

আগরতলা (ত্রিপুরা): ১০ দফা দাবিতে আগরতলায় মিছিলের আয়োজন করেছে বামফ্রন্ট সমর্থিত দুই যুব সংগঠন— ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ।

ওই ১০ দফা দাবির মধ্যে রয়েছে— ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকারভাতা চালু করা, মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার প্রকল্প তথা এমজিএন রেগা প্রকল্পে কর্মরত শ্রমিকদের মজুরি বাড়ানো, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসিকে অধিক ক্ষমতাশালী করা, ১০ হাজার ৩২৩ জন চাকরিচ্যুতকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা ইত্যাদি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) আগরতলায় মিছিলের আয়োজন করে যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ।

এদিন মিছিলটি রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তার ঘোরে। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার।

এ সময় ১০ দফা দাবির সমর্থনে কথা বলেন তিনি। সেই সঙ্গে বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

এদিন মিছিলে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা যুবক-যুবতীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এসসিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।