ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আগরতলা

জ্বালানি তেলের মূল্য বাড়ায় আগরতলায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ১১, ২০২১
জ্বালানি তেলের মূল্য বাড়ায় আগরতলায় বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় জ্বালানি তেলের মূল্য বাড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

শুক্রবার (১১জুন)  আগরতলার দুর্গাবাড়ি এলাকার ইন্ডিয়ান অয়েল করপোরেশনের পেট্রোল পাম্পের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ভারতবর্ষে প্রায় প্রতিদিন জ্বালানি তেলের মূল্য বাড়ছে এর জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যও বাড়ছে। এ অবস্থায় গরিব এবং সাধারণ মানুষের জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমাতে হবে যাতে করে সাধারণ মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে। এসব দাবিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন প্রতিনিয়ত কমছে। অথচ ভারত সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়াছে। সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে ভারত সরকারকে দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১১, ২০২১
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।