ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
আগরতলায় অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির  বিক্ষোভ

আগরতলা (ত্রিপুরা): শিক্ষাসংক্রান্ত ১৪ দফা দাবি সামনে রেখে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তব্য রাখেন কমিটির রাজ্য ইউনিটের সম্পাদক অসিত দাস এবং সভাপতি ড. অলক সৎপথী। তারা শিক্ষাসংক্রান্ত দাবি নিয়ে আন্দোলন গড়ে তুলতে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- নতুন শিক্ষা নীতি সম্পূর্ণ বাতিল, বিদ্যাজ্যোতি প্ৰকল্পে শুধু ১০০টি নয়, রাজ্যের সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা; সরকারি বিদ্যালয়কে বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওর হাতে তুলে না দেওয়া, আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করা, রাজ্যের চার হাজার ২৮২টি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া ইত্যাদি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।