ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি পশ্চিমাঞ্চল শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
সৌদি পশ্চিমাঞ্চল শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরব পশ্চিমাঞ্চল কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেদ্দার কাবাবিশ রেস্টুরেন্টে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সৌদি আরব পশ্চিমাঞ্চল শ্রমিক দলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রহমান।

পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতী দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি এম এ আজাদ চয়ন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মারুফ, পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি হুমায়ুন কবির রানা, পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল সভাপতি এরশাদ আহমেদ, পশ্চিমাঞ্চল ওলামা দল সভাপতি মাওলানা জিয়াউর রহমান, জেদ্দা মহানগর যুবদল সভাপতি বাহার উদ্দিন বাদল প্রমুখ।

শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জসিমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন-রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেট্রনিক মিডিয়া সৌদি আরব ওয়েস্টার্ন জোনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, সাইদুর রহমান সাঈদ, শাহজাহান, মোশাররফ হোসাইন, উজ্জ্বল প্রমুখ। বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ