ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

সৌদি আরব

ইবোলা ভাইরাস সতর্কতায়

তিন আফ্রিকান দেশকে হজ-ওমরাহ’র ভিসা দিচ্ছে না সৌদি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
তিন আফ্রিকান দেশকে হজ-ওমরাহ’র ভিসা দিচ্ছে না সৌদি

মদীনা: ইবোলা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে আফ্রিকার তিনটি দেশকে পবিত্র হজ ও ওমরাহ’র ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। নিষেধাজ্ঞার কবলে পড়া দেশ তিনটি হলো-সিয়েরালিওন, গিনি এবং লাইবেরিয়া।



সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খালিদ মারগালানি স্থানীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

খালিদ বলেন, আমরা পররাষ্ট্র এবং হজ মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। দেশের সকল সীমান্ত ও বন্দরগুলোতেও যোগাযোগ রাখছি। আমাদের কর্মকর্তাদের ইবোলা ভাইরাস চিহ্নিতকরণ এবং এর সংক্রমণ প্রতিরোধের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন।

হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব ড. হুসেইন শরীফ বলেন, জনগণের স্বাস্থ্য নিরাপত্তায় মন্ত্রণালয় থেকে সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র খালিদ আল খাইবারী বলেন, সৌদি আরবের সঙ্গে আফ্রিকার উপর্যুক্ত তিনটি দেশের সরাসরি কোনো ফ্লাইটও নেই। ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ