ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার নিশ্চয়তা দেবে সৌদি সরকার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার নিশ্চয়তা দেবে সৌদি সরকার

রিয়াদ: সৌদি আরবের বিনিয়োগ বোর্ড বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের সার্বভৌমত্ব ও ধর্মীয় বিষয় ছাড়া বাকি সব সেক্টরে বিদেশিরা বিনিয়োগ করতে পারবেন।

তাদেরকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় দাফতরিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি বিনিয়োগ বোর্ডের পরিচালক ড. আইয়েদ আল ওতাইবির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতির যে নীতি, তার মধ্যে থাকতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি আরবে ২০০০ সালে ‘ফরেন ইনভেস্টমেন্ট অ্যাক্ট’ নামে একটি আইন পাস করা হয়। যাতে নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ মালিকানা দেওয়ার নিয়ম রয়েছে। ড. ওতাইবি এ আইনের বাস্তব প্রয়োগে অগ্রসর হওয়ার প্রতি গুরুত্ব দেন।

এ ব্যাপারে জানতে চাইলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (ইকোনমিক) ডক্টর আবুল হাসান বাংলানিউজকে জানান, যেকোনো বাংলাদেশি সৌদি আরবে ২২ কোটি টাকা বিনিয়োগ করে শতভাগ মালিকানা নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

তিনি আরও বলেন, সৌদি আরবে যে সমস্ত বাংলাদেশিরা এখন কফিলের (স্পন্সর) নামে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, তাদেরকে কিভাবে এখানে বিনিয়োগকারী করা যায়, এজন্য ইতিমধ্যে আমরা সৌদি আরবের জেনারেল ইনভেস্টমেন্ট অথোরিটির সঙ্গে যোগাযোগ করেছি। খুব শিগগিরই তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে।

এ আইন প্রয়োগের মাধ্যমে সৌদি আরব মুক্ত বাজার অর্থনীতিতে আরেক ধাপ অগ্রসর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ