ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদি-বাংলাদেশ পার্লামেন্টারিয়ান ফ্রেন্ডশিপ গ্রুপের বৈঠক

সৌদি-আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
সৌদি-বাংলাদেশ পার্লামেন্টারিয়ান ফ্রেন্ডশিপ গ্রুপের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ এবং সৌদি আরবের সংসদীয় সম্পর্ক উন্নয়ন বিষয়ক কমিটি ‘সৌদি অ্যারাবিয়া-বাংলাদেশ পার্লামেন্টারিয়ান ফ্রেন্ডশিপ গ্রুপ’ এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় রিয়াদে সৌদি সুরা কাউন্সিলের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।



সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি-বাংলাদেশ পার্লামেন্টারিয়ান ফ্রেন্ডশিপ কমিটির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ হামুদ আল হারবীর  সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

বৈঠকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, রিয়াদস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোলাম মসিহ বাংলানিউজকে বলেন,  বৈঠকে দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন সৌদি কর্মকর্তারা।

এ কমিটি দুই দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করতে আগ্রহী জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, বৈঠকে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ