ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে দ‍ূতাবাস কর্মকর্তা লাঞ্ছিত

সৌদি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ৯, ২০১৫
রিয়াদে দ‍ূতাবাস কর্মকর্তা লাঞ্ছিত মনিরুল ইসলাম

রিয়াদ: পার্সপোর্ট ডেলিভারিতে বিলম্ব হওয়ায় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দ‍ূতাবাসের কর্মকর্তা মনিরুল ইসলামকে লাঞ্ছিত করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০টার দিকে দূতাবাসের শিফাস্থ কনসুলার ভবনে এ ঘটনা ঘটে।



প্রতক্ষ্যদর্শী ও প্রবাসী আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হওয়ায় একব্যক্তির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মনিরুল।

‘বাকবিতণ্ডার এক পর্যায়ে মনিরুল প্রবাসীদের ফেনী, কুমিল্লা, নোয়াখালীর লোক খারাপ বলে নানা মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে পার্সপোর্ট নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের জনরোষের শিকার হন তিনি,’ বলেন তিনি।

আমিরুল বলেন, খবর পেয়ে দ‍ূতাবাসের স্টাফ এবং নিরাপত্তা কর্মীরা মনিরুলকে উদ্ধার করেন। আর এক প্রবাসীকে আটক করে ব্যাপক মারধর করে ছেড়ে দেওয়া হয়।
তবে এ বিষয়ে দ‍ূতাবাসের কর্মকর্তা মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

প্রবাসীদের অভিযোগ, ওই কর্মকর্তা রিয়াদ দ‍ূতাবাসে যোগদানের পর থেকেই প্রায় সময় প্রবাসীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ